January 6, 2025, 10:50 am
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

গজারিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে সাংবাদিকদের মানব বন্ধন

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

গজারিয়া প্রতিনিধি: মুন্সিগঞ্জ জেলার গজারিয়া
বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গজারিয়া প্রেসক্লাব ।

রোববার বিকালে গজারিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। গজারিয়া প্রেসক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে ও প্রতিবাদ কর্মসূচি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক আরোফিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এসএম নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন, কার্যকরী সদস্য আজিজুল হক পার্থ প্রমুখ।

বক্তারা আমিরুল ইসলাম নয়নের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।

উল্লেখ, গত ৪ নভেম্বর বালুয়াকান্দি উত্তর পাড়া জামে মসজিদে বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন উপর হামলায় চালায়।তাকে মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা