July 10, 2025, 11:10 am
সর্বশেষ:
মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার অভিযোগহীন অপরাধ: প্রশাসন জানে, তবুও নীরব কেন? জল ঘোলায় রিজিক মেলায় যারা, তারা বিপথগামী, উত্তরণের পথ এখনই জরুরি মেঘনায় পতিত সরকারের পরেও রাজনৈতিক অস্থিরতায় সামাজিক বিপর্যয় বেড়েই চলছে আন্দোলনের আগুনে গড়া এক ছাত্রনেতা নাজমুল হাসান মেঘনায় নব্য মাদক সম্রাট : শেল্টারে মুখোশধারী

একনেক সভায় প্রকল্প পরিচালককে খুঁজে পাননি প্রধানমন্ত্রী

৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক প্রকল্প পরিচালকের খোঁজ করেও তাকে পাননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৮ ডিসেম্বর) রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে এ সভা হয়। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন একনেকের চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সভা শেষে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সদস্য সিনিয়র সচিব ড. শামসুল আলম সংবাদ সম্মেলনে এ তথ‌্য জানান।

তিনি জানান, আজকের একনেক সভায় ‘কৃষি তথ্য সার্ভিস আধুনিকায়ন ও ডিজিটাল কৃষি তথ্য ও যোগাযোগ শক্তিশালীকরণ’ প্রকল্পের মেয়াদ ও ব‌্যয় বাড়ানো হয়। ২০১৮ জানুয়ারি থেকে চলমান এ প্রকল্পের মেয়াদ ২০২২ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। আগে প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল ৬৮ কোটি ৭১ লাখ টাকা। এখন তা বাড়িয়ে ১০৯ কোটি ৯১ লাখ টাকা করা হয়েছে।

প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে জানতে প্রকল্প পরিচালকের খোঁজ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী জানতে চান, প্রকল্প বাস্তবায়নে দেরি হওয়ার কারণ কী? তবে প্রকল্প পরিচালক সভায় উপস্থিত ছিলেন না।

সভায় প্রধানমন্ত্রী বলেন, ‘প্রকল্প বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিন। সব প্রকল্পে এরকম দেরি হয় কেন? এটা কম টাকার প্রকল্প। এতে তো এতদিন লাগার কথা না। যখন প্রকল্পটি শেষ হওয়ার কথা, তখন আরও দুই বছর মেয়াদ বাড়াচ্ছেন কেন? ৬৮ কোটির টাকার প্রকল্পকে এখন ১০৯ কোটি বানালেন। এটা গিয়ে পর্যালোচনা করুন। প্রকল্প পরিচালকদের ডাকুন। সব প্রকল্প যেন যথাসময়ে শেষ হয়, সে ব্যবস্থা নিন।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা