January 21, 2025, 10:47 am
সর্বশেষ:

গজারিয়ায় অসহায় মানুষের কাজ করছে হাইওয়ে পুলিশ

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:

ওসমান গনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাকরির দায়িত্বের পাশাপাশি অসহায় প্রতিবন্ধী বৃদ্ধ নারী পুরুষ সকল বয়সের মানুষের সহায়তায় কাজ করছে হাইওয়ে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে দেখা যায় ভবেরচর হাইওয়ে পুলিশ নায়ক সিরাজ ও তার সহকর্মী হাইওয়ে পুলিশ কে নিয়ে ভবেরচর বাস স্ট্যান্ডে ডিউটি চলাকালীন সময়ে নির্বিঘ্নে নিরাপদে অত্যন্ত ব্যস্ততম স্ট্যান্ড ভবেরচর রাস্তা পারাপারে অসহায় মানুষের কল্যাণে দায়িত্ব পালন করছে হাইওয়ে পুলিশ । নায়ক সিরাজ জানান মানুষের কল্যাণে অসহায় মানুষের সহযোগিতা করতে এই ব্যস্ততম স্ট্যান্ডে দিনে বহুবার শত শত লোককে এই ভাবে সহযোগিতা করে যাচ্ছেন ।

ডিউটি পালন অবস্থায় সড়ক দূর্ঘটনা কমিয়ে আনতে ঝুঁকিপূর্ণ পারাপারে মানুষদের সহযোগিতা করার জন্য এমন নির্দেশনা দিয়েছেন ভবেরচর হাই ইনচার্জ সালাউদ্দিন স্যার । ভবেরচর হাইওয়ে ইনচার্জ সালাউদ্দিন জুয়েল জানান পুলিশের কাজ জনগণের সেবা করা। জনগণের কাজ করতে গিয়ে নানামুখী দায়িত্ব পালন করতে হচ্ছে হাইওয়ে পুলিশকে ।ভবেরচর বাস স্ট্যান্ড গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম একটি জায়গা। রাস্তা সচল রেখে প্রতিবন্ধী নারী পুরুষ ও অসহায় মানুষদের কে নিরাপদে নির্বিঘ্নে রাস্তা পারাপারে হাইওয়ে পুলিশ প্রতিদিনই কাজ করে যাচ্ছে । তিনি আরো জানান পুলিশ চাকরির পাশাপাশি মানুষের সহায়তা করে ইহকালে যেমন দোয়া ও পরকালে পুণ্য অর্জনের সক্ষম হচ্ছে । প্রতিদিন অনেক লোক পারাপারে হাইওয়ে পুলিশ সহযোগিতা অব্যাহত রেখেছে পাশাপাশি সড়ক দুর্ঘটনা ও কমিয়ে আনার চেষ্টা অব্যাহত আছে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা