January 22, 2025, 12:01 am

আবাসিক হোটেল থেকে ২২ নারী-পুরুষ গ্রেপ্তার

১১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, বগুড়া প্রতিনিধি:

বগুড়া শহর এবং শিবগঞ্জ উপজেলার তিনটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১৪ নারী এবং আট পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম বুধবার (৯ ডিসেম্বর) রাত ১২টার পর থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। পরে সন্ধ্যায় অভিযানে নেতৃত্ব দেয়া বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে নন-এফআইআর প্রসিকিউশনের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে। শহরের মাটিডালি বিমান মোড়ের পশ্চিমে অবস্থিত ‘টাইম স্কয়ার’, নিশিন্দারা এলাকার ‘রয়েল ইন্টারন্যাশনাল’ এবং শিবগঞ্জ উপজেলার মহাস্থান বাস্টস্যান্ড সংলগ্ন ‘নূরজাহান’ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- আঁখিরন (২০), ফারজানা আক্তার বৃষ্টি (২২), আলো বেগম (২২), রুমা আক্তার (৩৬), আরিফা আক্তার আশা (২৮), সুইটি আক্তার (১৯), বিথি আক্তার (১৮), আসমা আক্তার (২১), মিতু আক্তার তানিয়া ওরফে তানিশা (২৫), তানিয়া আক্তার (২১), জান্নাতী আক্তার পাখি (১৮), তিশা আক্তার রিনা (২২), রুপা আক্তার (২৪), ঝর্ণা রানী বর্মণ (৪৫), নাহারুন কাউছার (২৯), মোনায়েম (৩০), মেহেদী হাসান হৃদয় (২৫), ফারুক হোসেন (৩৫), রফিকুল ইসলাম (৩২), আকিব মাহমুদ শুভ (১৯), রাসেল (২৮) ও বাদশা মিয়া (৪৫)।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা