১৩ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, চট্টগ্রাম সংবাদদাতা:
চট্টগ্রামের দোহাজারীতে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।
রোববার (১৩ ডিসেম্বর) দুপুর ১টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ।
হতাহতদের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। দোহাজারী হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইয়াছির আরাফাত দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্তানকে নিয়ে মোটরসাইকেলে যাওয়ার সময় অপর একটি গাড়িকে ওভারটেক করতে গেলে বিপরীত থেকে আসা বাস তাদের ধাক্কা দেয়। এই সময় মোটরসাইকেলটি হানিফ পরিবহনের বাসের নিচে ঢুকে যায়। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে।
পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে বলে জানান মোহাম্মদ ইয়াছির আরাফাত।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।