July 14, 2025, 2:25 pm
সর্বশেষ:
উপহারটা তার জন্য ছিল না দেবিদ্ধার লক্ষিপুর কেন্দ্রীয় জামে মসজিদের নতুন কমিটি তারেক রহমানের নির্দেশে ফুলগাজীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ মেঘনার ব্রাহ্মণচর নোয়াগাঁও আলিম মাদ্রাসার ফলাফলের করুণ চিত্র: দলীয়করণ ও দলাদলির বলি শিক্ষার্থীরা মেঘনায় এসএসসির ফলাফলে  শীর্ষে সাহেরা লতিফ বালিকা বিদ্যালয়, সরকারি স্কুলের ফলাফলে হতাশা মেঘনায় মোড়ে মোড়ে কিশোর গ্যাং: স্থানীয় গডফাদারদের মদদে অপরাধে ব্যবহৃত হচ্ছে কিশোররা ঝুঁকিপূর্ণ সেতুতে বাল্কহেড আটকে জরিমানা ৩০ হাজার টাকা মেঘনায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান এখন সময়ের দাবি গণমাধ্যম কর্মী : নতজানুতা বনাম সততা মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ দলের গঠন তন্ত্র অনুযায়ী করা হয়েছে : আক্তারুজ্জামান সরকার

কাঁধে করে হিন্দু নারীর মরদেহ শ্মশানে নিলেন মুসলিম মেয়র

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় এক হিন্দু নারীর মরদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে গেলেন মুসলিম মেয়র। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) রাতে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল ওই নারীর মরদেহ স্থানীয় লোকনাথ সেবাশ্রম শান্তিবন মহাশ্মশানে নিয়ে যান।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার আখাউড়া পৌরশহরের রাধানগর এলাকার প্রদীপ সাহার স্ত্রী বিজলী রানী সাহা (৬২) বাড়ির সামনে অটোরিকশার ধাক্কায় আহত হন। পরে মঙ্গলবার (১৫ ডিসেম্বর) বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এরপর রাত পৌনে ১০টার দিকে আখাউড়ায় ওই নারীর মরদেহ নিয়ে আসা হয়।

মেয়র তাকজিল খলিফা কাজল, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহ ভূঁইয়া বাদলসহ অনেক মুসলিম লোকজন প্রয়াতের বাড়িতে আগে থেকেই উপস্থিত ছিলেন। মরদেহ শ্মশানে নিয়ে যেতে খাঁটিয়ায় উঠানোর সঙ্গে সঙ্গে মেয়র ও আওয়ামী লীগ নেতা নিজেদের কাঁধে তুলে নেন।

এছাড়া পর্যায়ক্রমে অনেক মুসলিম লোক মরদেহ কাঁধে করে শ্মশানে নিয়ে যান। এরপর শ্মশানে ওই নারীর শেষকৃত্য সম্পন্ন হয়। এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল বলেন, এ ধরনের কাজ আমি সবসময়ই করি। এছাড়া মৃত নারী ও আমি একই এলাকার বাসিন্দা। আমি সব মরদেহেই ধরি, সেটা হোক মুসলমান বা হিন্দু।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা