• রবিবার, ১৮ জানুয়ারী ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
তারেক রহমানের সঙ্গে ১২ দলীয় জোটের নেতাদের বৈঠক স্বামীর বাড়িতে চিরনিদ্রায় শায়িত ইউএনও ফেরদৌস আরা গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে বিএনপি: নজরুল ইসলাম খান গণতন্ত্র ও দেশপ্রেমে আপসহীন ছিলেন বেগম খালেদা জিয়া: ড.মোশাররফ  বাংলাদেশ পুলিশ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ নিশ্চিত করবে মেঘনা উপজেলা বিএনপির উপদেষ্টা পরিষদ: অনুমোদন আছে, কার্যকারিতা নেই সরকার আমলাতন্ত্রের কাছে আত্মসমর্পণ করেছে: টিআইবি নির্বাচনে সাড়ে ৫ লাখ আনসার সদস্য দায়িত্ব পালন করবেন: স্বরাষ্ট্র উপদেষ্টা জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে রাজনীতির উত্তাপ বাড়লেও মেঘনায় চলছে স্থানীয় আধিপত্যের লড়াই গোবিন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউআরসি ইনস্ট্রাক্টর

জাতীয় পতাকা অবমাননা: জড়িতদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর, ২০২০

১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

টাঙ্গাইলের বাসাইলে মহান বিজয় দিবসে জাতীয় পতাকা অবমাননার অপরাধে বাংলাদেশ কৃষি ব্যাংক বাসাইল শাখার গার্ডকে দশ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।

একই সঙ্গে ব্যাংক ম্যানেজারসহ অন্যান্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার(১৬ ডিসেম্বর) দুপুরে বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামছুন নাহার স্বপ্না ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আদেশ দেন।

এসময় উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা সহকারী কমিশরার(ভূমি) নাহিয়ান নুরেন এবং বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ উপস্থিত ছিলেন।

শামছুন নাহার স্বপ্না জানান, বিজয় দিবস উপলক্ষে সকল প্রতিষ্ঠানের ন্যায় বাসাইল কৃষি ব্যাংকেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কার্যক্রম পরিচালনার সময় কৃষিব্যাংকের ছাদের ওপর ঝাড়ুদণ্ডে জাতীয় পতাকা উত্তোলনের বিষয়টি বাসাইল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাউস, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নূরুল ইসলামের নজরে আসে। এসময় বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গার্ড (চুক্তিভিক্তিক) মো. সুলতান আহমেদকে (৫৫) ১০ দিনের কারাদণ্ড, ব্যাংক ম্যানেজার মো. ছানোয়ার হোসেনসহ অন্য কর্মকর্তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।

বাসাইল উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. নূরুল ইসলাম বলেন, ‘এটি অত্যন্ত ঘৃণার কাজ হয়েছে। আমরা এমন জঘন‌্য কাজের যথাযথ বিচার দাবি করছি।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান গাওস বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের উদ্দ্যোগে বিজয় মিছিল বের হলে ওই সময় বিষয়টি আমাদের নজরে আসে। ৩০ লাখ শহীদের রক্তেভেজা এই পতাকার এমন অপমান হলে ভবিষ্যতে পতাকা,স্বাধীনতার কোনো মূল্যবোধ থাকবে না।’

ব্যাংক ম্যানেজার মো. ছানোয়ার হোসেন দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি করে পতাকা উত্তোলনের জন্য নতুন বাঁশ কিনে দিয়েছি। গার্ড ভুল করে এমন কাজটি করে ফেলেছে।’

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামছুন নাহার স্বপ্না বলেন, ‘আমরা জানতে পেরেছি মহান বিজয় দিবসে জাতীয় পতাকার অবমাননা করা হয়েছে। এঘটনায় কৃষি ব্যাংকে কর্মরত গার্ডকে আইন অনুসারে ১০ দিনের জেল দেওয়া হয়েছে এবং কর্মরত অন্য সকল কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় বিভাগীয় ব্যবস্থা নেওয়ার জন্য চিঠি লেখা হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন