১৭ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলা গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নে ১৬/১২/২০২০ইং রোজ বুধবার বিকেল ৪ ঘটিকায় পুরাচক বাউশিয়া বনাম চর বাউশিয়া এর মধ্যেকার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় উক্ত খেলায় (১- ০) গোল এ জয় লাভ করে পুরাচক বাউশিয়া এই দলের হয়ে একমাত্র গোলটি করে ১০ নাম্বর জার্সি পরিহিত খেলোয়ার। প্রথম অর্ধে ২৭ মিনিটের মাথায় দলের একমাত্র গোলে পুরাচক বাউশিয়া জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। উক্ত খেলায় প্রধান অতিথি হাফিজ খাঁন বলেন মাদকের কাছ থেকে যুব সমাজকে দূরে রাখতে খেলাধুলার কোন বিকল্প নাই বেশি করে যুব সমাজকে খেলাধুলার আগ্রহ বাড়াতে হবে তিনি আরো বলেন যুবসমাজকে মাদক সন্ত্রাস জঙ্গিবাদ- উগ্রবাদ ও সমাজের আরো অন্যান্য অপরাধ থেকে তাদের ধুরে রাখতে হলে খেলাধুলা ও সাংস্কৃতির সুব্যবস্থা করতে হবে। তরুণ প্রজন্মকে উদার নৈতিক অসম্প্রদায়িক প্রগতিশীল মানবিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
উক্ত খেলায় সভাপতিত্ব করেন জহির রায়হান সোহাগ সহ-সভাপতি বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখা জহির রায়হান সোহাগ বলেন আমি আমার গজারিয়া তথ্যা বাউশিয়া ইউনিয়ন এর যুব সমাজকে মাদক মুক্ত এবং সন্ত্রাস – জঙ্গিবাদ মুক্ত রাখার জন্য কাজ করতে চাই তাই তাদের বিনোদনের জন্য এই ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি জনাব মোঃ হাফিজুর রহমান খাঁন সাবেক সদস্য বাংলাদেশ যুবলীগ কেন্দ্রীয় কমিটি, প্রধান বক্তা জনাব মোঃ আতাউর রহমান নেকী খোকন ভাইস চেয়ারম্যান গজারিয়া উপজেলা পরিষদ,উক্ত খেলায় সভাপতি জহির রায়হান সোহাগ সভাপতি বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ গজারিয়া উপজেলা শাখা বিশেষ অতিথি আনোয়ার হোসেন সাধারণ সম্পাদক জাতীয় শ্রমিক লীগ গজারিয়া উপজেলা, শেখ আরফান হোসেন সদস্য সচিব জাতীয় শ্রমিক লীগ মুন্সিগঞ্জ, মোহাম্মদ সালমান খান সাধারণ সম্পাদক বাংলাদেশ পরিবহন শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা, জনাব আলামিন দেওয়ান সাংগঠনিক সম্পাদক গজারিয়া উপজেলা আওয়ামী লীগ, দেলোয়ার হোসেন সহ-সভাপতি পরিবহন শ্রমিক লীগ মুন্সিগঞ্জ জেলা লিয়াকত হোসাইন খান সৈনিক লীগ সভাপতি গজারিয়া উপজেলা, সঞ্চালনায় শামসুল আলম কমল সাধারণ সম্পাদক,তানভির আহ্মেদ গজারিয়া উপজেলা ছাত্রলীগ নেতা,প্রমূখ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।