January 22, 2025, 6:55 am

শায়েস্তাগঞ্জে ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে ১২ মামলা

১৯ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলার কলিমনগর এলাকায় ত্রুটিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে নয়টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করেছে মোবাইল কোর্ট। এছাড়া তিনটি গাড়িকে নিয়মিত মামলা দেওয়া হয়েছে।

শনিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম।

এর আগে তার নেতৃত্বে দুপুর থেকে বিকেল পর্যন্ত পরিচালিত মোবাইল কোর্ট ড্রাইভিং লাইসেন্স না থাকা, রেজিস্ট্রেশন বিহীন গাড়ি চালনো, ট্যাক্স টোকেন না থাকায় আইনের ৬৬, ৭২ ও ৭৬ ধারায় ৯টি মামলায় ১৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এছাড়া তিনটি গাড়িকে নিয়মিত মামলা দায়েরের জন্য শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে উপপরিদর্শক শাহজালালের নেতৃত্বে হাইওয়ে থানার একটি দল সার্বিক সহায়তা প্রদান করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা