২০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
যুক্তরাজ্যে করোনাভাইরাসের রূপান্তরিত নতুন রূপ আরও বেশি সংক্রামক হওয়ায় দেশটিতে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ইউরোপের আরও কয়েকটি দেশ একই পদক্ষেপ নিতে যাচ্ছে বলে রোববার জানিয়েছে।
বিবিসি জানিয়েছে, যুক্তরাজ্যগামী সব ফ্লাইট বাতিল করেছে নেদারল্যান্ডস ও বেলজিয়াম। ট্রেনযাত্রাও বাতিল করেছে বেলজিয়াম। ইতালির পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের সঙ্গে ফ্লাইট বাতিলের ইঙ্গিত দিয়েছেন। একই ধরনের ইঙ্গিত দিয়েছে ফ্রান্স ও জার্মানি।
করোনার এই নতুন রূপটি লন্ডন ও দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডে দ্রুত ছড়িয়ে পড়ছে।
অবশ্য শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, নতুন রূপটি আরও বেশি সংক্রামক কিংবা এটি টিকার বিপরীতে বিরূপ প্রতিক্রিয়া দেখাতে পারে তেমন কোনো প্রমাণ এখনও পাওয়া যায়নি। তবে এটি ৭০ শতাংশ বেশি সংক্রামক বলে প্রমাণিত হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হনকক চলতি সপ্তাহে কঠোর নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দিচ্ছেন। তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে জানানো হয়েছে, এই মুহূর্তে তৃতীয় ধাপের লকডাউন ঘোষণার কোনো পরিকল্পনা সরকারের নেই।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।