২২ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ জেলার গজারিয়ায় ৫ নং বাউশিয়া ইউনিয়নে ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী পুলিশিং সমাবেশ ২০২০ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ আয়োজনে বাউশিয়া ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন পাখির মোড় এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়। নারীর প্রতি সহিংসতা নিরসনে আপনার পুলিশ আপনার পাশে স্লোগান নিয়ে সভায় বক্তব্য রাখেন গজারিয়া থানা অফিসার ইনচার্জ রহিজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান প্রধান,বিট পুলিশিং অফিসার এসআই মাইনুদ্দিন , এস আই উত্তম কুমার ,এএসআই আজিজ,ইউপি সদস্য আল মামুন প্রদান প্রমুখ।
বক্তব্যে ওসির উদ্দিন ইউনিয়নের মধ্যে চুরি ,ডাকাতি ,রাহাজানি সহ মাদকের বিস্তার কঠোর হস্তে দমন করতে এবং পুলিশ সহায়তা সহজে যাতে গণমানুষ পেতে পারেন নানা কৌশল নিয়ে আলোচনা করেন। আলোচনা সভা শেষে ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান এর সহায়তায় এলাকাবাসীর মধ্যে মহামারী করোনাভাইরাস প্রতিরোধে কার্যকর ভূমিকা পালনে মাস্ক বিতরণ ও ভ্রাম্যমাণ ছিন্নমূল মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।