২৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া সড়ক দুর্ঘটনা এড়াতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে মধ্য বাউশিয়া, ভবেরচর এবং ভাটেরচর বাস স্ট্যান্ডে এলাকায় ফুট ওভারব্রীজ বা আন্ডার পাস নির্মাণ করা হবে। গত ১২ই ডিসেম্বর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের বরাবর মুন্সীগঞ্জ জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদারের স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে ভবেরচর, মধ্য বাউশিয়া, এবং ভাটেরচর বাস স্ট্যান্ডে এলাকায় ফুট ওভারব্রীজ নির্মাণের গুরুত্ব তুলে ধরেন। এর ধারাবাহিকতায় গত ২৪ ডিসেম্বর সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সিনিয়র সহকারী সচিব আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক চিঠিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার আংশে মধ্য বাউশিয়া, ভবেরচর এবং ভাটেরচর এলাকায় ফুট ওভারব্রীজ নির্মাণে সার্বিক বিষয়ে পরীক্ষা এবং সরেজমিনে পরিদর্শন করে টেকনিক্যাল প্রতিবেদন পরবর্তী করনীয় মতামত দেয়ার জন্য সড়ক ও জনপদ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে নির্দেশনা প্রদান করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।