January 22, 2025, 1:07 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ মেঘনায় তারুণ্যের উৎসবে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি নেই কেন? ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

চট্টগ্রামে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

চট্টগ্রামে করোনায় সংক্রমিত হয়ে চিকিৎসাধীন অবস্থায় পুলিশের এক সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া পুলিশ সদস্যের নাম জহিরুল ইসলাম (৪৪)। তিনি নগর পুলিশের বিশেষ শাখায় (সিটিএসবি) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

নগর পুলিশের বিশেষ শাখার উপকমিশনার মো. আবদুল ওয়ারীশ বলেন, ৬ ডিসেম্বর করোনায় সংক্রমিত হন জহিরুল। ওই দিন থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সকালে তার মৃত্যু হয়।

নগর পুলিশের বিশেষ শাখা থেকে জানা যায়, জহিরুল ১৯৯৬ সালে পুলিশবাহিনীতে যোগ দেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের সাহাপুরে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

মো. আবদুল ওয়ারীশ জানান, শুক্রবার বেলা ১১টার দিকে নগরের দামপাড়া পুলিশ লাইনস মাঠে জহিরুলের জানাজা অনুষ্ঠিত হয়। এতে নগর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। দাফনের জন্য জহিরুলের মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হচ্ছে।

কনস্টেবল জহিরুলের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন নগর পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা