২৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
করোনা পরীক্ষা নিয়ে কড়াকড়ির কারণে দক্ষিণ আফ্রিকা-জিম্বাবুয়ে সীমান্তে দীর্ঘ হচ্ছে অপেক্ষমানদের সারি। গত কয়েকদিনে মৃত্যু হয়েছে ১৫ জনের। খবর রয়টার্স।
ক্রিসমাসের ছুটিতে দক্ষিণ আফ্রিকা প্রবেশে ইচ্ছুকদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। তবে বিপুল সংখ্যক মানুষের নমুনা পরীক্ষায় লেগে যাচ্ছে ব্যাপক সময়।
একারণে সীমান্ত এলাকায় বেড়ে চলেছে মানুষের ভিড়। গাড়ি ও ট্রাকের সারি দেখা গেছে কয়েক কিলোমিটার এলাকা পর্যন্ত। এ পরিস্থিতিতে সীমান্ত এলাকায় অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। তবে পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা নেই সীমান্তে।
প্রসঙ্গত, বিশ্বে ৮ কোটি ছাড়িয়েছে শনাক্তকৃত করোনা রোগীর সংখ্যা। মোট প্রাণহানি ১৭ লাখ ৫৬ হাজারের বেশি। গেল ২৪ ঘণ্টায় সংক্রমণ শনাক্ত হয়েছে সাড়ে চার লাখের বেশি মানুষের শরীরে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।