২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
নারায়ণগঞ্জের ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালিয়ে দেশিয় অস্ত্রসহ ৫ ডাকাতকে আটক করেছে র্যাব-১০।
আটককৃতরা হলো- আকাশ (২৪), সাব্বির হোসেন (২৪), মারুফ হোসেন (২৫), রাজিব হোসেন (১৯) ও শান্ত ইসলাম (২১)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১০ জানিয়েছে, শনিবার রাতে ব্যাটালিয়নের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান এবং স্কোয়াড কমান্ডার এএসপি এনায়েত কবীর সোয়েবের নেতৃত্বে একটি দল ফতুল্লার দক্ষিণ সন্তাপুর এলাকায় অভিযান চালায়। এ সময় ডাকাতির প্রস্তুতিকালে ওই ৫ জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩টি চাপাতি ও ২টি চাকু জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকদের কাছ থেকে র্যাব জানতে পেরেছে, আটকরা দীর্ঘদিন ধরে ফতুল্লা থানার আশপাশের এলাকায় ডাকাতি ও ছিনতাই করছিলো।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।