July 26, 2025, 9:23 pm
সর্বশেষ:
মেঘনায় এসএসসির প্রশংসাপত্রে স্কুলের টাকা আদায় : প্রধান শিক্ষকের স্বীকারোক্তি ১৫ জেলায় ৩ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা শুভাকাঙ্ক্ষীদের সুমতি—উন্নতির পথে অদৃশ্য শক্তি মেঘনায় বিএনপির দ্বন্দ্ব নিরসনে হাইকমান্ডের উদাসীনতায় ভিন্ন দলগুলোর পোয়াবারো মেঘনা ‘দূর্গম’ কেন—পুনর্মূল্যায়ন এখন সময়ের দাবি মেঘনায় খাস জমি, হালট ও খাল উদ্ধারে প্রশাসনের জোরালো ভূমিকা দরকার মেঘনায় টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ: বেলে মাটি, অনিয়ম ও ভাঙনের গল্প শিক্ষা সবার জন্য—টেকসই উন্নয়নের ভিত্তি দুদকের নতুন সচিব খালেদ রহীম মেঘনায় বিএনপির ৩১ দফা নারীদের ঘরে ঘরে পৌঁছাতে হবে: নেতৃত্বে চাই ছাত্রী-নারী সক্রিয়তা

গাড়িতে এক বান্ধবীর সামনেই অন্যজনকে শ্লীলতাহানি

৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

জন্মদিনের পার্টি সেরে ফেরার পথে তরুণীকে(২১) শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায়। এ ঘটনায় যাদবপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ভারতীয় গণমাধ্যমগুলো জানায়, মহেশতলার বাসিন্দা ওই তরুণী যাদবপুরের বিক্রমগড় থেকে ফিরছিলেন। সঙ্গে ছিলো দুই বন্ধু। তাদের সঙ্গে আরো এক তরুণী ছিলেন। গাড়িতে তরুণীর শ্লীলতাহানি করে ওই দু’জন।

এদিন রাতে বিক্রমগড়ে এক বন্ধুর বাড়িতে পার্টি করেন ওই তরুণী। এরপর গাড়িতে ওঠেন সে। তরুণীর বয়ান অনুযায়ী, সার্দান অ্যাভিনিউ এবং শরৎ বোস অ্যাভিনিউতে গাড়িটি ঘোরাঘুরি করতে থাকে এবং অন্য বান্ধবীর সঙ্গেই অন্য দুই বন্ধু তার শ্লীলতাহানির চেষ্টা করে। তরুণী অস্বস্তিবোধ করলে ভবানীপুর থানার সামনে নেমে যান, ফোন করেন অন্য এক বন্ধুকে। এরপর দু’জনে যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেন গাড়িতে থাকা দুই বন্ধুর বিরুদ্ধে।

এরপর পুলিশ ওই তরুণীকে বাড়ি ফিরিয়ে দিয়ে আসতে চাইলেও তরুণী জানায়, ওই বন্ধুর সঙ্গেই সে বাড়ি যেতে পারবে।

এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি বিক্রমগড়ে যেই মহিলার বাড়িতে পার্টি হয়েছিলো তার বাড়িতেও পুলিশ তল্লাশি চালায়। ৩ পলাতক অভিযুক্তদের চিহ্নিত করে জিজ্ঞাসাবাদের চেষ্টা চালানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা