৩০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ
ঢাকা শিশু হাসপাতালে ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মগতভাবে হৃদরোগে ভোগা শিশুদের অপারেশন ছাড়া বিনামূল্যে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে এ আর্থিক সহায়তা দিয়েছেন তিনি।
শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সৈয়দ সফি আহমেদের কাছে প্রধানমন্ত্রীর পক্ষে তার কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া ১০ কোটি টাকার চেকটি হস্তান্তর করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বুধবার (৩০ ডিসেম্বর) দুপুরে এই চেক হস্তান্তর করা হয়।
১৯৭৭ সালে প্রতিষ্ঠিত ঢাকা শিশু হাসপাতাল একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে পরিচালিত হচ্ছে।
ঢাকা শিশু হাসপাতাল এবং বাংলাদেশ শিশু স্বাস্থ্য ইনস্টিটিউটকে একীভূত করার একটি প্রস্তাবে চলতি বছরের শুরুতে সম্মতি দেয় মন্ত্রিসভা।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।