০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জ গজারিয়া মাদকের গ্রাস থেকে যুব সমাজকে ফেরাতে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামের যুব সংঘের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে আড়ালিয়া গ্রামে আবু প্রধানের বাড়ীর প্রাঙ্গনে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় আড়ালিয়া দক্ষিণ পাড়া বি ক্রিকেট একাদশ কে চার উইকেটে হারিয়ে এ ক্রিকেট একাদশ চ্যাম্পিয়ন হয়। আড়ালিয়া দক্ষিণ পাড়া মহল্লার সমাজ সেবক হাজী জলিলের সভাপতিত্বে ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ও বালুয়াকান্দি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হাজী শাহ-আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের নেতা আলাউদ্দিন প্রধান, সমাজ সেবক হাবিবুর রহমান (হাবিজ উল্লাহ) আহছানউল্লা প্রমুখ। এছারা উপস্থিত ছিলেন, আব্দুর রশিদ, মো. মোতালে প্রধান, আওয়ামী লীগ নেতা মাখন মিয়া, জসিম প্রধানসহ স্থানীয় দর্শকবৃন্দ। মো. সোহেল ও মো: সাত্তারের পরিচালনায় দুইগ্রপের মধ্য খেলা অনষ্ঠিত হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।