• সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ১০:১৮ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকায় সমাবেশ, উন্নয়ন বঞ্চনার অভিযোগ তুলে প্রধান অতিথির কঠোর সমালোচনা গুজব ও অপতথ্যের বিরুদ্ধে গণমাধ্যমকে শক্ত অবস্থান নিতে হবে : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এখানে যদি দুর্নীতি চায় কি না—এমন গণভোট করি শতভাগ মানুষ ভোট দেবে ‘চাই না’ : দুদক চেয়ারম্যান কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের সহ-নারী বিষয়ক সম্পাদক হালিমা আক্তারের বহিষ্কারাদেশ প্রত্যাহার মেঘনায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি যাত্রী বেশে ট্রলারে উঠে অপহরণকারীরা, দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি — পরে মিলল লাশ গজারিয়ায় সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করলেন যুবতী এভারকেয়ারে ভর্তি হলেন খালেদা জিয়া মজলুম জালিম হচ্ছে, ফ্যাসিবাদবিরোধীরা ফ্যাসিবাদী হচ্ছে: মাহফুজ আলম হোমনা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাজমা হকের বহিস্কারাদেশ প্রত্যাহার

বগুড়ায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে আত্মহত্যা করেছে এক গৃহবধূ

নিজস্ব সংবাদ দাতা / ১০৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়ে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে শিরিন বেগম (২১) নামে এক গৃহবধূ।

শনিবার (২ জানুয়ারি) রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। শিরিন বেগম বগুড়া শহরের চকলোকমান এলাকার মৃত নজির উদ্দিনে মেয়ে।

শিরিনের ছোটবোন সাবিহা জানান, ৫-৬ বছর আগে তাদের বাবার মৃত্যুর পর মা অন্যত্র বিয়ে করেন। বড়বোন শিরিন দুই বছর আগে শিশু সন্তান রেখে প্রথম স্বামীকে ছেড়ে পালিয়ে শাজাহানপুর উপজেলার বেজোড়া দক্ষিণপাড়ার আব্দুস সালামের ছেলে জিন্নাহকে বিয়ে করেন। এরপর থেকে তার সঙ্গে যোগাযোগ ছিল না। ঘটনার দিন শিরিন ফোন করে ক্ষমা চেয়ে বলে স্বেচ্ছায় দ্বিতীয় স্বামীকে তালাক দিয়েছি। আর কোন দিন তোদের সঙ্গে দেখা হবে না। হাতে গ্যাস ট্যাবলেট রয়েছে। চিরতরে চলে যাচ্ছি। পারলে এসে দেখে যাস।

এ সময় তাকে অনেক নিষেধ করলেও না শুনে ফোন কেটে দেয়। এরপর তার মৃত্যুর খবর পাই।

চকলোমান এলাকার আব্দুর রফিক শেখ মানিক নামে এক প্রতিবেশী জানান, শনিবার সন্ধ্যায় চকলোকমান এলাকার এক পরিচিত নারী ফোনে বলেন- শিরিন বগুড়া সাতমাথা এলাকায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। হাসপাতালে নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি আসেন। এরপর রাত ৮টার দিকে হাসপাতালে পৌঁছার আগেই শিরিনের মৃত্যুর খবর পাই।

শিরিনের দ্বিতীয় স্বামী জিন্নাহ জানান, গত বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) স্বেচ্ছায় শিরিন আমাকে তালাক দিয়ে তার সবকিছু নিয়ে চলে যায়। এরপর তার সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। পরে লোকমুখে শিরিনের মৃত্যুর খবর জেনেছি।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর জানান, গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন