০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
নিখোঁজের ৩ দিন পর চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের একটি ম্যানহোল থেকে রোহান নামের তিন বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে ১৪ বছরের এক কিশোরকে আটক করেছে পুলিশ। ওই কিশোরের মাকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
শনিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮দিকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) থেকে নিখোঁজ ছিলো।
রোহান চাঁপাইনবাবগঞ্জ শহরের মসজিদপাড়া মহল্লার সুজন আলীর ছেলে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর হোসেন জানান, গত বৃহস্পতিবার শিশু রোহান নিখোঁজ হলে শুক্রবার থানায় জানায় তার পরিবার। খোঁজাখুঁজির এক পর্যায়ে শনিবার রাত সাড়ে ৮দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের লাশকাটা ঘরের পেছনের ম্যানহোল থেকে তার মহদেহ উদ্ধার করা হয়।
তিনি জানান, হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজে দেখা যায় ১৩-১৪ বছরের এক কিশোর শিশু রোহানকে হাসপাতালের বিভিন্ন জায়গায় নিয়ে ঘুরে বেড়ায়। পরে ফুটেজের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি চালিয়ে রোহানের মরদেহ উদ্ধার করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।