০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা সম্পাদক জাতীয় সংসদের সাবেক হুইপ আলহাজ জাহেদ আলী চৌধুরীর ১০ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শেরপুরের নকলা বি এন পির আয়োজনে তার নকলাস্থ বাসভবনে রোববার দুপুরে জাহেদ আলী চৌধুরীর স্মরনে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় । উপজেলা বি এন পির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল এর সভাপতিত্বে মরহুমের স্মৃতি চারন মূলক বক্তব্য রাখেন জেলা বি এন পির সভাপতি মাহমুদুল হক রুবেল , জাহেদ আলী চৌধুরীর সহধর্মিনী ফরিদা চৌধূরী , জেলা বি এন পির যুগ্ন সম্পাদক আউয়াল চৌধুরী , কেন্দ্রীয় যুব দল নেতা মাজহারুল ইসলাম বাবু , জেলা বি এন পির সদস্য এনামুল হক রিপন , নাতিলাবাড়ির ভিপি আনোয়ার হোসেন সহ দলীয় নেতারা ।
বক্তাগন বলেন মরহুম জাহেদ আলী চৌধুরীর সহ ধর্মিনী ফরিদা চৌধুরী নকলা নালিতাবাড়ি এলাকায় বিএনপির রাজনীতিতে সরাসরি হাল ধরবেন বলে উল্লেখ করেন । এমন কি ফরিদা চৌধুরীও তার বক্তৃতায় নিজেকে বি এন পির রাজনীতিতে আসার মনোভাব পোষন করেন । এজন্য তিনি বি এন পির নেতা কর্মী সমর্থকদের সহযোগিতা কামন করেছেন। উল্লেখ্য জাহেদ আলী চৌধুরী ২০১১ সালে ৪ জানুয়ারী এ দিনে তিনি ঢাকায় ইন্তেকাল করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।