January 22, 2025, 10:09 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ মেঘনায় তারুণ্যের উৎসবে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি নেই কেন? ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

কোচিং সেন্টারে ছাত্রীকে যৌন নিপীড়ন, শিক্ষক গ্রেপ্তার

০৪ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, নারায়ণগঞ্জ প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় উচ্চ মাধ্যমিকে পড়ুয়া এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে কোচিং সেন্টারের শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। নিজের প্রতিষ্ঠান থেকে রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে গ্রেপ্তার করা হয়।

অভিযুক্ত বিভাস সরকার (৪০) ফতুল্লার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনি এলাকার বাসুদেব সরকারের ছেলে।

দাপা রেল স্টেশন এলাকায় তার একটি কোচিং সেন্টার রয়েছে। ভুক্তভোগী ছাত্রী সেখানে পড়তো।

বিভাসের বিরুদ্ধে ওই ছাত্রী নিজে বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেছে বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহারের বরাত দিয়ে তদন্তকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক আবুল হাসান জানান, কোচিংয়ের অভিযুক্ত শিক্ষক ভুক্তভোগী ছাত্রীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিতেন। পরে সে কোচিং সেন্টারে যাওয়া বন্ধ করে দেয়। গত দুই মাস ধরে সে কোচিংয়ে যাচ্ছিল না।

সম্প্রতি বিভাস ছাত্রীর মাকে ফোন করে মেয়েকে কোচিং সেন্টারে পাঠাতে বলেন।

রোববার দুপুর আড়াইটার দিকে কোচিং সেন্টারে এসে ওই ছাত্রী দেখে সেখানে অন্য কেউ নেই। পরে বাসায় ফিরে যেতে চাইলে বিভাস কোচিং সেন্টারের দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়ে ওই ছাত্রীকে জড়িয়ে ধরে যৌন নিপীড়ন করেন।

এক পর্যায়ে ছাত্রীর খালাত ভাই জিহানকে ফোন করা হলে তিনি এসে তাকে উদ্ধার করে বাসায় নিয়ে যান।

এসআই আবুল হাসান বলেন, কোচিং সেন্টারের ওই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিজে বাদী হয়ে মামলা করেছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা