১১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় ইউনিয়ন পরিষদকে জনবিরোধী দুই ভাগে বিভক্ত করার বিরুদ্ধে মানব বন্ধন পালন করেন এলাকাবাসী। আজ সোমবার উপজেলার সেননগর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। গোবিন্দপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের আয়োজনে ব্যানারে মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক খন্দকার জহিরুল ইসলাম, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক ডা.বজলুর রহমান সরকার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আমান উল্লাহ আমান, ৭ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন সহ শতাধিক মানুষ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।