১২জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটির সদর উপজেলায় বেইলি ব্রিজ ভেঙে পাথরবোঝাই ট্রাক খালে পড়ে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলার কুতুকছড়িতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- ট্রাকচালক চট্টগ্রামের চকরিয়ার আরাফাত হোসেন (৪৫) ও সিরাজগঞ্জের রায়পুরের জহিরুল ইসলাম (৪৭)।
রাঙ্গামাটির কোতোয়ালি থানার ওসি কবির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে পাথরবোঝাই ট্রাকটি রাঙ্গামাটি থেকে খাগড়াছড়ি যাচ্ছিল। পথে উপজেলার কুতুকছড়ি এলাকায় বেইলি ব্রিজ অতিক্রম করার সময় অতিরিক্ত ওজনের কারণে ব্রিজটি ভেঙে যায়। এ সময় পাথরবোঝাই ট্রাকটি খালে পড়ে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এ ঘটনার পর রাঙ্গামাটি-খাগড়াছড়ি সড়কে যান চলাচল বন্ধ রয়েছে বলে জানান ওসি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।