১৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,এম ডি ওসমান : মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স সালমা আক্তার করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)
গত শনিবার দিনগত রাতে রাজধানীর ঢাকা একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। এই তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোবাশ্বেরা বিনতে আলম।
সিনিয়র স্টাফ নার্স সালমা আক্তার গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের বাসিন্দা ডাঃ মোশারফ হোসেন শিকদারের সহধর্মিনী। তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সিং সুপার ভাইজার পদে কর্মরত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।