১৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
শেখ মাজহারুল ইসলাম, টাঙ্গাইল :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে টাঙ্গাইলে ২০২০ সালে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও সবজি বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার(১৮ জানুয়ারী) সকাল ১১ টায় শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি টাঙ্গাইল ইউনিট কর্তৃক এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল ইউনিটের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাঙ্গাইল ইউনিটের ভাইস প্রেসিডেন্ট ও টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি এ্যাড.জাফর আহমেদ, টাঙ্গাইল ডিভিশনের ডেপুটি পোস্ট মাস্টার মোহাম্মদ ওমর ফারুক।
টাঙ্গাইল ইউনিটের সেক্রেটারী এম এ রৌফের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন যুব প্রধান আরাফ আল জামান, ইউনিট লেভেল কর্মকর্তা এটিএম জিয়াউল এহসান প্রমুখ।
অনুষ্ঠানে ৬৪১ পরিবারের মাঝে নগদ চার হাজার ৫০০ টাকা, ১০ গ্রাম ঢেঁরশের বীজ, ২৫ গ্রাম করে
বরবটি ও পুইশাকের বীজ, ১৫ গ্রাম লাল শাকের বীজ, ১০ পিচ করে করলা, লাউ ও মিষ্টি কুমড়ার বীজ এবং ২০পিচ শশার বীজ বিতরণ করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।