১৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, নিজস্ব প্রতিবেদক, মেঘনা : কুমিল্লার মেঘনা উপজেলায় মেঘনা পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২১ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণীর ভর্তি লটারি হয়। আজ সোমবার সেননগর বাজার উত্তর পাশে বিদ্যালয় প্রাঙ্গণে এ লটারি হয়। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রুহুল আমীন ও সভাপতি এস এম মাসুদ অতিথিদের ধন্যবাদ জ্ঞাপন করেন । সহকারী শিক্ষকদের সার্বিক সহযোগিতায় লটারি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম ফারুক, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাঈনুদ্দিন মুন্সী তপন, সামসুল হক প্রধান, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী বৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।