২৫ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ওসমান গনি গজারিয়া প্রতিনিধিঃ
মুন্সিগঞ্জর গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-আমীন প্রধানের কার্যালয়ে মঙ্গলবার বিকাল ৩ টায় বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান এর সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি মোতালেব প্রধান,ইউনিয়ন যুবলীগের সভাপতি নূরে আলম ভূইয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সাইদুলসহ বালুয়াকান্দি ইউনিয়ন ওর্য়াড আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ। বর্ধিত সভায় আল আমিন প্রধানের উপর মিথ্যা মামলায় হয়রানির তীব্র নিন্দা জানান ইউনিয়ন আওয়ামীলীগ এবং মিথ্যা মামলা তুলে নিতে হবে।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আল আমিন প্রধান প্রার্থী হওয়ায় তাকে মিথ্যা মামলায় গ্রেফতার করে দীর্ঘ ৩ মাস জেল হাজতে রাখে। আল আমিন প্রধান মুক্তিতে আসায় এই বর্ধিত সভার আয়োজন করেন বলে জানান। আল আমিন প্রধান নিজেকে ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হিসেবে আত্মপ্রকাশ করেন। ইউনিয়ন আওয়ামীলীগের নেতাকর্মীরা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষে ঐক্যবদ্ধ থাকবেন বলে জানান।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।