২৮ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঠাকুরগাঁও জেলা সাংবাদিকদের সাথে ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী মো.শরিফুল ইসলাম শরিফ সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। ২৭ জানুয়ারী বুধবার দুপুরে ঠাকুরগাও প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । মতবিনিময়ে ঠাকুরগাও জেলা বিএনপি’র সভাপতি মুক্তিযোদ্ধা তৈমুর রহমান বলেন,ঠাকুরগাও জেলার ইতিহাসে সবচেয়ে বেশী ঠাকুরগাও পৌরসভায় বিএনপি’র প্রার্থী পৌরসভা মেয়র নির্বাচিত হয়েছে। তাই আশা করি এবারও ঠাকুরগাও জেলার মানুষ বিএনপি’র পৌরসভা মেয়র প্রার্থী শরিফকে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করবেন। ঠাকুরগাঁও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন আশংকা করে বলেন,১৪ ফেব্রুয়ারি ভোট। ঠাকুরগাও জেলার মানুষের ইলেকট্রনিক ভোটিং মেশিন(ইভিএম) সম্পর্কে ধারনা নাই ।
এতো অল্প সময়ে ভোট কিভাবে সম্ভব? বিএনপি মনোনীত পৌরসভা মেয়র প্রার্থী মো.শরিফুল ইসলাম শরিফ ভোট কারচুপির আশংকা করে বলেন,দেশের অন্যান্য পৌরসভার ভোট পর্যালোচনা করলে কারচুপির বিষয়টি অনুমান করা যায়। তিনি এ সময় সাংবাদিকদের নিকট সহযোগিতা কামনা করেন। মতবিনিময়ে এ সময় পৌরসভা মেয়র প্রার্থী শরিফ ছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাও জেলা বিএনপি’র সভাপতি বীরমুক্তিযোদ্ধা তৈমুর রহমান, ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,সহ -সভাপতি মো.আলম,মো.ইউনুস আলী, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ, ঠাকুরগাঁও জেলা যুবদলের সভাপতি চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও জেলা ছাত্রদলের সভাপতি মো.কায়েস প্রমুখ। মত বিনিময়ে ঠাকুরগাঁও জেলায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক ও সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।