৩১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
তৃতীয় ধাপে অনুষ্ঠিত পৌর নির্বাচনে শেরপুরের নকলা পৌরসভায় টানা দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন নকলা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বর্তমান মেয়র হাফিজুর রহমান লিটন। ৩০ জানুয়ারি শনিবার দিনব্যাপী ভোট গ্রহণের পরে রাতে ভোট গণনা শেষে উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার তারেক আজিজ বেসরকারিভাবে এ ফলাফল ঘোষনা করেন।
ফলাফলে দেখা যায়, নকলা পৌরসভা নির্বাচনে আওয়ামীলীগের নৌকা প্রতিকের মেয়র প্রার্থী হাফিজুর রহমান লিটন ১২ হাজার ৬ ভোট পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধী আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নাড়িকেল গাছ প্রতীকে ৪ হাজার ৯৫০ ভোট। অপর দিকে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এনামুল হক রিপন পেয়েছেন ২ হাজার ৯৮৫ ভোট।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।