January 8, 2025, 7:48 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা

৬ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম,

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভার শুরুতেই নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদের কোরআন তেলাওয়াতের মাধম্যে অনুষ্ঠান শুরু করা হয়। প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমানের সভাপতিত্বে শনিবার সকাল ১১টায় শেরপুর জেলা শহরের মাধবপুর উৎসব কমিউনিটি সেন্টার মিলনায়তনে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও শেরপুর প্রেসক্লাব আজীবন সদস্য বীর মুক্তিযোদ্ধা ঃ আতিউর রহমান আতিক এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম।
এসময় প্রধান অতিথি বক্তব্যে হুইপ আতিক বলেন, আমাদের প্রেসক্লাব মুক্তবুদ্ধি, গণতন্ত্র, মননশীলতা, সৃজনশীলতা চর্চার এক ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আমাদের সবার আন্তরিক সমর্থন ও প্রচেষ্টায় শেরপুর প্রেসক্লাব দিনে দিনে সমৃদ্ধ প্রতিষ্ঠানে পরিণত হচ্ছে।
তিনি প্রেসক্লাবের কল্যাণ তহবিলে ১লাখ টাকার অনুদান ঘোষণা করেন ।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাব সাবেক সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধার, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক রেদওয়ানুল হক আবীর, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, নির্বাহী সদস্য সুব্রত কুমার দে ভানু, দেবাশীষ ভট্টাচার্য, নালিতাবাড়ী প্রেসক্লাব সভাপতি এমএ হাকাম হীরা।

সভায় সর্বসম্মতিক্রমে শেরপুর প্রেসক্লাব সভাপতি শরিফুর রহমান, সিনিয়র সহ-সভাপতি জিএম আজফার বাবুল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্তকে তাদের পদে পুনর্বহাল এবং আগামী ২৭ ফেব্রুয়ারি শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে শুধুমাত্র শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সভায় ৬ সদস্য নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা