January 23, 2025, 5:33 pm
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ মেঘনায় তারুণ্যের উৎসবে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি নেই কেন? ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

ইসলামপুর সদর ইউপি নির্বাচনে শহিদুর রহমান শহিদ সরকার আ.লীগের মনোনয়ন প্রত্যাশী

৭ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,

শহিদুল ইসলাম  কাজল, জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলার ৬ নং ইসলামপুর সদর ইউনিয়ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছেন শহিদুর রহমান শহিদ সরকার। তিনি দলটির ওই শাখার প্রস্তাবিত কমিটির সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে শহিদুর রহমান শহিদ সরকার ইউনিয়ন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন বলে তার দাবি।
তিনি নিজেকে চেয়ারম্যান পদে সবচেয়ে যোগ্য প্রার্থী হিসেবে দাবি করে জানান, ‘আমি ২০ বছর থেকে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট, স্কুল, মসজিদ, মাদ্রাসাসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সম্পৃক্ত রয়েছি।’
নির্বাচনের আগাম গণসংযোগ অব্যাহত রাখার দাবি করে শহিদুর আরও জানান, ‘চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছে নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোটারদের ঘরে ঘরে গিয়ে মতবিনিময় করে যাচ্ছি। আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে। আমি এলাকার উন্নয়নে কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নে অংশীদার হতে নৌকা প্রতীক নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হলে ইউনিয়নকে একটি আধুনিক মডেল ইউনিয়নে রূপান্তরে পরিণত করবো। আমাকে দলীয় মনোনয়ন দিলে নৌকা প্রতীক বিপুল ভোটে জয়লাভ করবে।’
তাকে মনোনয়ন না দিলে নৌকা প্রতীকের ভরাডুবি হতে পারে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের ওই নেতা।
শহিদুর রহমান শহিদ সরকার আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে জয়ের লক্ষ্যে আঁট-ঘাট বেধেঁ মাঠে নেমেছেন বলে দাবি স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা