৭ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : সারাদেশের ন্যায় কুমিল্লার মেঘনা উপজেলায় করোনা ভাইরাসের ভ্যক্সিন( টিকা) দেওয়ার কার্যক্রম উদ্বোধন করা হয়। আজ সকাল ৯ টায় উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল আহমেদ প্রথম টিকা গ্রহন করে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। সম্মুখ সারির করোনা যোদ্ধা ডাক্তার, নার্স,জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসনিক কর্মকর্তা, গণমাধ্যম কর্মী সহ যারা রয়েছে তারাই আগে টিকা গ্রহন করবেন । এ বিষয়ে স্বাস্থ্য কর্মকর্তা ডা.জালাল হোসেন বলেন আমি নিজেই প্রথম টিকা নিয়েছি, যাদের রেজিষ্ট্রেশন হচ্ছেনা তারা ভোটার আইডি কার্ড নিয়ে আসলেই আমরা বাকি সব ব্যবস্থা করে দিবো।তিনি আরও বলেন উদ্বোধনী দিনে আমরা একটা টার্গেট নিয়েছি ৫০ জনকে টিকা প্রদান করবো,।টিকা দান প্রক্রিয়া চলমান থাকবে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।