মেঘনায় ড.মোশাররফ সহ স্থানীয় সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের উপস্থিতিতে দিলারা শিরিনের মায়ের জানাজা অনুষ্ঠিত

৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃকুমিল্লার মেঘনা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন এর মায়ের জানাজার নামাযে বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন সহ উপজেলা আওয়ামী লীগ-বিএনপি, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সুশীল, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন । এ সময় মরহুমের মাগফিরাত ও গভীর শোকপ্রকাশ করে এবং এই শোক থেকে পরিবারের লোকজন যেন কাটিয়ে উঠতে পারে সেই দোয়া ও মরহুমার স্বৃতিচারণ করে বক্তব্য রাখেন উপস্থিত নেতৃবৃন্দ। সম্প্রতি তিনি অসুস্থ হয়ে পরলে ঢাকার হাসপাতালে ভর্তি করালে ক্যান্সার ধরা পড়ে। উল্লেখ্য দীর্ঘ দুই মাস চিকিৎসার পর তেমন উন্নতি না হলে ডাক্তারের পরামর্শ মতে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। আজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় তাহার নিজ বাড়ি গোবিন্দপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, (ইন্না – রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৫৫ বছর। পরে মরহুমার দাফন সম্পন্ন  করা  হয় ।