১২ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি . কম,
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইল:
সাংবাদিক ঐক্য অমর হোক স্লোগান কে সামনে রেখে টাঙ্গাইলে জাতীয় সাংবাদিক সংস্থার ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার(১২ ফেব্রুয়ারি)বেলা ১০ টা সময় জেলা সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয় থেকে আনন্দ র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষে টাঙ্গাইল প্রেস ক্লাব এর সামনে এসে শেষ হয়।
পরবর্তীতে সকাল সাড়ে ১০ টা সময় টাঙ্গাইল প্রেস ক্লাব এর সভা কক্ষে আলোচনা সভা ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে জাতীয় সাংবাদিক সংস্থা টাঙ্গাইল জেলার সভাপতি মু.জোবায়েদ মল্লিক বুলবুল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃমাছুদুর রহমান মিলন এর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক ড.মোঃআতাউল গণি,প্রেসক্লাবের সভাপতি এ্যাডভোকেট জাফর আহমেদ,জাতীয় সাংবাদিক সংস্থার সদস্য সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।