১২ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি .কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা থানা পুলিশ অভিযান চালিয়ে জুয়াড়ীসহ ১১জনকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জুয়ারীরা হলো, আব্দুল খালেক, সোহেল রানা, বিল্লাল হোসেন, ইসমাইল হোসেন, দুলাল মিয়া ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ফকরুল আলম, জুলেখা বেগম, আঞ্জুয়ারা বেগম, সাহিদা বেগম, রিনা ও আহেদ আলী।নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান,থানা পুলিশ রাত্রীকালীন ডিউটির সময় বিশেষ অভিযান চালিয়ে জুয়া ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১১জনকে গ্রেফতার করেন।দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।