১৫ ফেব্রুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও রানীংশকৈল পৌরসভায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমান ২ হাজার ৯৯৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মোকাররম হোসাইন পেয়েছেন ২ হাজার ৩৬৯ ভোট। উপজেলা নির্বাচন কর্মকর্তা আখিঁ সরকার মাস্তাফিজুর রহমানের বে-সরকারি ভাবে বিজয়ী হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে রবিবার সকাল ৮টা থেকে রাণীংশকৈল পৌরসভার ৯ টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। ব্যালটের মাধ্যমে ভোট দিতে সকাল থেকেই ভোটারদের ব্যাপক উপস্থিতি চোখে পড়ে। বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। রাণীশংকৈল পৌরসভার মোট ভোটার সংখ্যা ১৪ হাজার ৫শ ২০ জন। এখানে মেয়র পদে ১২ জন, সংরক্ষিত আসনে ১৩ জন, সাধারণ সদস্য পদে ৩৩ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।