January 8, 2025, 8:19 pm
সর্বশেষ:
মেঘনায় কৃষি জমির মাটি ভর্তি দুই ট্রলার জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা জরুরি মিটিংয়ে বসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সরকারের পক্ষ থেকে ‘জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র’ দেওয়া হবে মেঘনায় অবৈধ বালু উত্তোলন না করার অঙ্গিকার জনগণের পুলিশ হতে চাই, যা করা দরকার তা করা হবে তিতাস উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা বিগত সরকার দেশ থেকে ২৬ লাখ কোটি টাকা পাচার করেছে: ডা. শফিকুর রহমান বাসে ‘অজ্ঞানপার্টির’ খপ্পরে উপসচিব, হাসপাতালে ভর্তি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-কর্মচারীদের নিয়মিত উপস্থিত থাকার নির্দেশ সংস্কার কমিশনের প্রতিবেদনের পর রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা:প্রধান উপদেষ্টা

মেঘনায় অভ্যন্তরীণ রুটের গণপরিবহনে ভাড়ার তালিকা টানানোর সিদ্ধান্ত।

১৮ ফেব্রুয়ারি ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি  :কুমিল্লার মেঘনা উপজেলার অভ্যন্তরীণ রুটে চলাচলরত গণপরিবহনে ভাড়ার তালিকা টানানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার উপজেলা কনফারেন্স রুমে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় এ সিদ্ধান্ত হয়। প্রশাসন কর্তৃক নির্ধারিত ভাড়া বাস্তবায়নের লক্ষ্যে মেঘনা উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মাহমুদুল হাসান বিপ্লব সিকদার এ বিষয়ে প্রস্তাব করলে কমিটির নীতিনির্ধারকরা এ সিদ্ধান্ত নেন। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান দিলারা শিরিন, মেঘনা থানা অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, সহকারী কমিশনার ভুমি কামরুল হাসান, ইউপি চেয়ারম্যান বৃন্দ, কর্মকর্তা বৃন্দ, প্রমুখ। উল্লেখ্য উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর পর জনস্বার্থে অতিরিক্ত ভাড়া কমানোর জন্য জনগণের দাবি উঠলে ভাড়া নির্ধারণের একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটি বিআর টিএ, ভাড়ার হার ও আশপাশের উপজেলার ভাড়া বিচার বিশ্লেষণ করে অভ্যন্তরীণ রুটে চলাচলরত সিএনজি,অটোরিকশার মালিক, শ্রমিকদের সমন্বয়ে গণপরিবহনে কোন রুটে কত ভাড়া তার একটি তালিকা প্রনয়ণ করে প্রশাসন কর্তৃক প্রকাশিত হলেও অধ্যবধি তা বাস্তবায়ন না হওয়ায় আজ এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা