January 24, 2025, 3:44 am
সর্বশেষ:
স্বাধীন সাংবাদিকতার জন্য আজম্ম লড়াই চালিয়ে যাব: মাহমুদুর রহমান ‘পাতী নেতা’ও ‘ছারপোকা’ শহীদ পরিবারের রক্তের দাম ৫ লাখ টাকা হলে ’২৪–এর চেতনা দীর্ঘস্থায়ী হবে না কুমিল্লাসহ তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের ওএসডি, নতুন নিয়োগ মেঘনায় তারুণ্যের উৎসবে স্থানীয় বিএনপির নেতাদের উপস্থিতি নেই কেন? ইসরাইলি নিরাপত্তা মন্ত্রিসভায় যুদ্ধবিরতি অনুমোদন নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টা, আ.লীগ নেতা কারাগারে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক চায় ভারত কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রমিজ উদ্দিন লন্ডনীর সাথে সেলিম ভুইয়ার ভুল বুঝাবুঝির অবসান করতে হবে : জালাল আহমেদ

মুক্তিযোদ্ধার সন্তানদের কর্মসূচিতে হামলার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন

২৭ ফেব্রুয়ারি ২০২১,বিন্দুবাংলা  টিভি. কম,

শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ

 

মুক্তিযোদ্ধার সন্তান্দের কর্মসূচিতে হামলার প্রতিবাদে সারাদেশের ন্যায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট কর্তৃক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

(২৭ ফেব্রুয়ারি)সকাল ১১ টায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে অবস্থান করে প্রতিবাদ কর্মসূচি হিসেবে মানববন্ধন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর নেতা কর্মীরা।

এসময় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ টাঙ্গাইল জেলা ইউনিট এর আহবায়ক সাজ্জাদুর রহমান খোশনবীশ এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্মসচিব লুতফুল্লাহ সাইদ,কেন্দ্রীয় সংসদ এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক রেজাউল করিম রেজা,কেন্দ্রীয় সদস্য আহমেদ সুমন মজিদ এবং ঢাকা বিভাগের যুগ্ম আহবায়ক সৈয়দ সাদিকুল ইসলাম।

মানববন্ধনে বীর মুক্তিযোদ্ধার সন্তানরা তাদের উপর পুলিশি হামলার তীব্র নিন্দা জ্ঞাপন করেন। এসময় মুক্তিযোদ্ধাদের অবদান কে তুলে ধরে মুক্তিযোদ্ধা সন্তানদের উপর বর্বোরচিত হামলায় অংশগ্রহণকারীদের অনতিবিলম্বে খুজে বের করে শাস্তির আওতায় আনার জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবী জানান সেই সাথে উল্লেখিত ৭ দফা দাবী মেনে নেয়ার দাবী জানান উপস্থিত বক্তারা।

উল্লেখ্য ৭ দফা দাবীর মধ্যে সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা,মুক্তিযোদ্ধা পরিবারের সুরক্ষায় আইন পাশ,মুক্তিযোদ্ধাদের তালিকা প্রনয়ণ,মুজিব কোর্টের পবিত্রতা রক্ষা,নাটকে মন্দ চরিত্রে মুজিব কোর্ট পরা নিষিদ্ধ করা সহ বিমানবন্দরসহ সব জায়গায় বীর মুক্তিযোদ্ধাদের ভিআইপি মর্যাদা প্রদান করা।

মানববন্ধনে অংশগ্রহণ করে বিভিন্ন উপজেলা থেকে আগত মুক্তিযোদ্ধার সন্তানরা।

এসময় আরো উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা শাখার যুগ্ম আহবায়ক লায়ন জাহাঙ্গীর আলম,তুহিন সিদ্দিকী,সোহেল সোহরাওয়ার্দী,রবিন তালুকদার, শাহ আলম লিটু,হাসনা হেনা,লাবু মিয়া,জায়েদুর তুহিন,বাবু তালুকদার, শাহরিয়ার আনোয়ার রাজীব,হাফিজ হাসনাত আপেল,সদর উপজেলার যুগ্ম আহবায়ক শোয়েভ হাসান কবির,সদস্য সচিব সাইফুল ইসলাম,সদস্য খন্দকার কামরুন নাহার,শহিদুল ইসলাম সোহেল,সজীব,মঞ্জুরুল হক রনি,সদস্য সচিব বিভাস কৃষ্ণ চৌধুরী,আরিফুজ্জামান প্রমুখ।

উল্লেখ্য গত (২৩ফেব্রুয়ারিতে)মুক্তিযোদ্ধা কোটা পুনর্বহাল সহ ৭ দফা দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ। কর্মসূচির শুরুতেই পুলিশের পক্ষ থেকে অবস্থানকারীদের শাহবাগ মোড় ত্যাগ করতে বলা হয়।এসময় পুলিশের নির্দেশনা কে উপেক্ষা করে কর্মসূচি চালিয়ে গেলে পুলিশ তাদের উপর লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করর।এঘটনায় অনন্ত শতাধিক নেতা-কর্মী আহত হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন


ফেসবুকে আমরা