৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
“করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব”-এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
সোমবার দুপুরে নকলা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে মুক্তিযুদ্ধ, মুজিব শতবর্ষসহ করোনা পরিস্থিতিতে নারী নেতৃত্ব এবং নারীর বলিষ্ঠ অবদান শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ্ মো: বোরহান উদ্দিন। সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রোমানা ইয়াসমীন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল রশিদের সঞ্চলনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহসভাপতি আম্বিয়া খাতুন, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা পরেশ চন্দ্র দাস, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা উম্মে কুলসুম রেনু প্রমুখ ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।