৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, মেঘনা প্রতিনিধি : কুমিল্লার মেঘনা উপজেলায় সারাদেশের ন্যায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়। উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে রবিবার দিবস টি উপলক্ষে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, চিত্রাংকন প্রতিযোগিতা, জাতির পিতার ভাষন প্রচার ও মুক্তিযোদ্ধা কম্পলেক্সে স্থানীয় মুক্তিযোদ্ধাদের নিয়ে আলোচনা সভা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রবীর কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ: সালাম, অফিসার ইনচার্জ আব্দুল মজিদ, ভাইস চেয়ারম্যান মিলন সরকার, মানিকার চর ইউনিয়নের চেয়ারম্যান হারুনর রশীদ, সহ স্থানীয় মুক্তিযোদ্ধা বৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।