প্রয়াত আউয়াল সরকারের দাফন সম্পন্ন

১০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, কামরুল হক  চৌধুরী :

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল আউয়াল সরকারের দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার বিকেলে তার গ্রামের বাড়ি দাউদকান্দির বাহেরচরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। সোমবার রাত ১:৪৫ ঘটিকায় তিনি ঢাকায় ইন্তেকাল করেন। বার্ধক্য জনিত কারণে দীর্ঘদিন যাবত তিনি শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

জানাযায় অংশ গ্রহণ করেন- মেজর জেনারেল (অব.) সুবিদ আলী ভূঁইয়া এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইন্জিনিয়ার মো. আবদুস সবুর,  কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমীন, সাধারণ সম্পাদক রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আহসান হাবিব চৌধুরী,  জিএস সুমন সরকার, এবং ভিপি সালাউদ্দিন রিপন প্রমূখ।