১০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জর গজারিয়া অবৈধ গাড়ি পার্কিং,লাইসেন্সবিহীন গাড়ি চালানো,তথ্য প্রদানে বাধা সৃষ্টি ও গণউপদ্রবের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়।
আজ দুপুর ২ঘটিকায় ভাবেরচর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃজিয়াউল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।
এ সময় তিনি এলোপাতাড়ি গাড়ি রাখা ও লাইসেন্সবিহীন গাড়ি চালানোর অপরাধে,মটরযান অধ্যদেশ ১৯৮৩ এর ১৩৮/১৪০ধারায় ২জনকে ১০০০(এক হাজার)টাকা করে মোট ২০০০/(দুই হাজার)টাকা ও রাস্তার পাশ্ববর্তী দোকানে সাটারের বাহিরে মালামাল রেখে জনগনের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি করার গণউপদ্রব অধ্যাদেশ দণ্ডবিধি ২৯০ধারায় ২জনকে ২০০/(দুইশত)টাকা করে মোট ৪০০/(চারশত)টাকা জরিমানা করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।