১২ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাংগাইলের প্রাণ কেন্দ্রে অবস্থিত শাহ্জালাল ইসলামী ব্যাংক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ(১২ মার্চ)শুক্রবার আনুমানিক সকাল ৮.০৭ মিনিটে নিরালা কমপ্লেক্সের শাহ্জালাল ইসলামী ব্যাংকের ২য় তলায় হঠাৎ আগুণ লেগে যায়।
সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে এসে পৌছে আগুণ নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টায় কাজ করে ফায়ার সার্ভিসের সদস্যরা।এতে প্রায় ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা।
এ বিষয়ে টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশনের সহকারী পরিচালক রেজাউল করিম জানান,ব্যাংকের ২য় তলায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়েই দ্রুত ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে আমাদের সদস্যরা।বেশ কিছুক্ষণ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।
তিনি আরো জানান,বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এবং ব্যাংকের বেশ কিছু মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।