১৪ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আকতারুল ইসলাম আক্তার,ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :- ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭০ বোতল ফেন্সিডিলসহ মো: সোহেল রানা(৪২) সুমন আলী (২৯) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁও ডিবি পুলিশ।
শনিবার রাতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি টিম রাণীশংকৈল থানা এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
এসময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কেউটান (রাউতনগর) গ্রামের মাদকব্যবসায়ী সোহেল রানার (৪২) এর বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকালে আসামী সোহেল রানা ও অপর আসামী সুমন আলীকে ৭০ বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে গ্রেপ্তার করেন ঠাকুরগাঁও ডিবি পুলিশ ।
সোহেল রানার কাছে ৫০ বোতল ও সুমনের নিকট হতে ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম বলেন প্রাথমিক ভাবে আমরা জানত পারি তারা মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য সহ আটক করে তাদের উভয়ের বিরুদ্ধে রাণীশংকৈল থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) ধারায় মামলা করা হয়েছে যার মামলা নং ১২।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।