১৫ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
“মুজিববর্ষে শপথ করি, প্লাস্টিক দূষণ রোধ করি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরের নকলায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৫ মার্চ সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, ভাইস চেয়ারম্যান সারোয়ার আলম তালুকদার , নকলা পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মজিবুর রহমান প্রমুখ। এসময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা ইয়াসমিন , নকলা প্রেসক্লাবের সভাপতি হারুনুর রশিদ ও সাধারণ সম্পাদক শফিউল আলম লাভলু উপস্থিত ছিলেন ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।