১৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, আলমগীর সরকার, তিতাস :
কুমিল্লা তিতাসে আওয়ামী যুবলীগের উদ্যোগে অদ্য ১৭ মার্চ বুধবার সকাল১১ টায় উপজেলা যুবলীগের প্রধান কার্যালয়ে ,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে তিতাস উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সাইফুল আলম মুরাদ এর সভাপতিত্বে, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন আহবায়ক মোঃ সারোয়ার হোসেন বাবু।
এসময় আরো উপস্থিত ছিলেন তিতাস উপজেলার আওয়ামী যুবলীগের সদস্য মোঃ সফিক ভূঁইয়া , কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ আওলাদ হোসেন মুন্সী ,সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (তারা),নারান্দিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল মেম্বার, ভিটিকান্দি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ, সাতানি ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ লিটন মিয়া, জগতপুর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ রিপন মাহমুদ ,
তিতাস উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক একেএম কামরুল হাসান তুষার, কড়িকান্দি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ রহিম ভূঁইয়া সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি মিলাদ ও আলোচনা সভা শেষে কেক কেটে ও বর্ণাঢ্য আনন্দ রেলি বের করে গৌরীপুর হোমনা সড়ক প্রদক্ষিণ করে সংগঠনের কার্যালয়ে এসে শেষ করে দিবসটি উদযাপন করা হয়।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।