১৭ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম, শেখ মাজহারুল ইসলাম সোহান, টাঙ্গাইলঃ
টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহান মুক্তিযুদ্ধের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।
বুধবার (১৭ মার্চ) সকালে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়।
কর্মসূচির অংশ হিসেবে সকালে বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা উত্তোলন করেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মাে. আলাউদ্দিন।
পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে আনন্দ র্যালি বের হয়ে পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, চেয়ারম্যান, হল প্রভােস্ট, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অফিসার্স এ্যাসােসিয়েশন নেতৃবৃন্দ, ৩য়-৪র্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।