১৮ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
মোঃ আকতারুল ইসলাম আক্তার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি।।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় রাণীশংকৈল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান চালিয়ে দেশীয় পিস্তল সহ ২ জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে রানিসংকল থানা পুলিশ।
বুধবার (১৭ মার্চ) রাতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থানা পুলিশ রাণীশংকৈল উপজেলার ভরনিয়া গ্রামে গোপনসূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ২টি পিস্তল, ১টি দেশীয় এক নলা বন্দুক ও ৫ রাউন্ড গুলিসহ শহিদুল ও ইমদাদ আলী নামে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে রাণীশংকৈল থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, ওই নিষিদ্ধ ঘোষিত জেএমবি সদস্যরা দীর্ঘদিন ধরে এলাকায় আত্নগোপন করে ছিল।
এ বিষয়ে রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আব্দুল লতিফ শেখ বলেন, বিষয়টি তদন্তকরে দেখা হচ্ছে। অভিযান চলমান রয়েছে।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।