২০ মার্চ ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,
ওসমান গনি,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার টেঙ্গারচর গ্রামে জমিতে মজুদকৃত আলুর স্তপে আগুন দিয়েছে দুস্কৃতকারীরা।
গতকাল বৃহস্পতিবার গভীর রাতে ওই এলাকার সাবেক ইউপি সদস্য মহিউদ্দিনের জমিতে আগুনের ঘটনা ঘটে। এতে ৮০ মন আলু পুড়ে বিনষ্ট হয়েছে।
ভুক্তভােগী কৃষক মহিউদ্দিন বলেন ,আমি দেড় কানি জমিতে আলু আবাদ করেছিলাম। জমিতেই আলু উত্তোলন শেষে স্তুপাকারে রাখা হয়। বৃহস্পতিবার গভীর রাতে কে বা কারা সেই আলুতে আগুন লাগিয়ে দেয়। তার জমিতে অন্তত ৮০ মন আলু স্তুপাকারে মজুদ করাছিল। এঘটনায় কৃষক মহিউদ্দিন গজারিয়া থানায একটি অভিযোগ দায়ের করেন।
এবিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. রইছ উদ্দিন বলেন, যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।
এদিকে কৃষকরা তাদের জমির পরিপক্ক আলু নিয়ে দুশ্চিন্তায় আছেন বলে জানিয়েছেন অত্র এলাকার কৃষকগণ।
মন্তব্য করার জন্য আপনাকে অবশ্যই লগইন করতে হবে।